Monday, December 24, 2012

VIRUS PROBLEM FOR COMPUTER USER

ভাইরাস কি আপনার হার্ডওয়া্রের ক্ষতি করে?

আপনি কম্পিউটার ব্যাবহার করছেন অথছ কখনো ভাইরাসে আক্রান্ত ‍হননি এমনটা সম্ভব নয়।অনেকবার আপনার বিভিন্ন সফট্ওয়ার পূনরায় ইনস্টল দিতে হয়েছে । আবার অনেকসময় আপনার কম্পিউটার স্লো হয়ে গিয়েছে এমনকি আপনার উইন্ডোজ পূনরায় ইনস্টল দিতে হয়েছে অথবা এরপর ও কাজ হয়নি আপনাকে আপনার হার্ডডিস্কের পাটির্সন ভেঙ্গে পূণরায় দিতে হয়েছে। এগুলো তো গেল আপনার সফট্ওয়ার সংক্রান্ত সমস্যা এবার আসুন আমরা আলোচনা করি ভাইরাস আপনার হার্ডওয়ারের ক্ষতি করে কিনা? : ভাইরাস এক্সপার্টরা বলেন হ্যা !!!! ভাইরাস আপনার কম্পিউটারের ও ক্ষতি করতে পারে। এবার জেনে নিই কিভাবে?কিছু বিশেষ ধরনের ভাইরাস আছে যেগুলো আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে আক্রান্ত করে এর ইচ্ছামত ব্যাবহার করতে পারে ।সাধারনত এগুলো লিখা হয় Assembly Language ফরমেটে।এ ভাষাটিতে কম্পিউটারের বিট লেভেল পর্যন্ত ইন্টারফেস করতে পারে।আপনি নিশ্চয় HOAX ,Chernobyl virus ভাইরাসের নাম শুনেছেন।এই Chernobyl virus আপনার BIOS কে আক্রমণ করে সিস্টেম ক্র্যাশ করতে খুবই পটূ। কিছু ভাইরাস আপনার কি বোর্ড এর কানেকশন ডিসয়্যাবল করে দেয়।আপনার মনিটর ও আক্রান্ত হতে পারে।আপনার র‌্যামের উপড় অতিরিক্ত চাপ ফেলে এর সমূহ ক্ষতি করতে পারে।তাই এসব কিছুর সহজ সমাধান হলো ‍একটি এন্টি ভাইরাস সফট্ওয়ার ব্যাবহার। সবাই ভাল থাকবেন।

No comments:

Post a Comment